![সোনাগাজী চরচান্দিয়ায় সরিষা প্রদর্শনীর কৃষক মাঠ দিবস সোনাগাজী চরচান্দিয়ায় সরিষা প্রদর্শনীর কৃষক মাঠ দিবস](https://www.hawkars.com/uploads/images/Messenger_creation_87944CEA-763D-4443-81B4-6FBFE9AF60E6.jpeg)
সোনাগাজী প্রতিনিধি ঃ সোনাগাজী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চরচান্দিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মহেশ্চর গ্রামের তেমুহনী সংলগ্ন মাঠে ২০২৪-২৫ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় রবি মৌসুমে সরিষা প্রদর্শনীর মাঠ দিবস মঙ্গলবার (১১ ফেব্রæয়ারি) সকালে অনুষ্ঠিত হয়েছে।
সোনাগাজী উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ জহির আহমেদ। সোনাগাজী উপজেলা উপসহকারী কৃষি অফিসার নাইমুল ইসলাম নাঈম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার মোঃ ফারুক হোসাইন, অতিরিক্ত উপপরিচালক (শষ্য) কৃষিবিদ পুষ্পেন্দু বড়ুয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আল-আমিন শেখ, সমাজসেবক আবদুর রাজ্জাক, শহীদুল ইসলাম, মোঃ হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন উপ সহকারী কৃষি অফিসার আশরাফ হোসেন পাটোয়ারী। অনুষ্ঠান শেষে কৃষক নজরুল ইসলামের সরিষা মাঠ পরিদর্শন করেন কর্মকর্তাগণ।