![পরশুরামে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিবেশ ছাড়পত্র না থাকায় ইটভাটা বন্ধ পরশুরামে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিবেশ ছাড়পত্র না থাকায় ইটভাটা বন্ধ](https://www.hawkars.com/uploads/images/IMG-20250210-WA0044.jpg)
পরশুরাম প্রতিনিধি:
পরশুরামে সততা ব্রিকস নামের ইটভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়নকৃত কাগজপত্র না থাকায় সততা ব্রিকসকে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে পরশুরাম উপজেলার বক্সমাহমুদের ইউনিয়নের দক্ষিণ টেটেশ্বরে সততা ব্রিকস নামের ইটভাটায় অভিযান চালানো হয়।
সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ টেটেশ্বর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইটভাটাটি বন্ধ করে দেন। এ সময় ভ্রাম্যমান আদালতকে সেনাবাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা পানি ছিটিয়ে ইটভাটার আগুন নিভিয়ে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আরিফুর রহমান বলেন, বন্ধ করে দেয়া ইটভাটায় লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়নের কাগজপত্র নেই। পর্যায়ক্রমে বাকিগুলোতে অভিযান চালানো হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার কেবিএম-১, কেবিএম-২ ও বিসমিল্লাহ ব্রিক নামের এ তিনটি ইটভাটার মালিক ইট পুড়িয়ে যাচ্ছেন।