
পরশুরাম প্রতিনিধি:
পরশুরাম ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার রাতে সংস্থাটির অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির আহবায়ক কমিটি গঠন করা হয়।
এতে বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা জসিম উদ্দিন মজুমদারকে আহবায়ক ও ব্যাংকার আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন যুগ্ম আহবায়ক নুর আহমদ, আবদুল অদুদ চৌধুরী, অর্থ সম্পাদক মহসিন হাসান সুমন, সদস্য মনির হোসেন, মনিরুল আসাদ,অধ্যাপক মো ইব্রাহিম, আনোয়ার হোসেন, ইমরাউল কায়েস চৌধুরী সুজন ও আব্দুর রহিম মোল্লা।
মাওলানা জসিম উদ্দিন মজুমদার জানান, তাফসির মাহফিল আয়োজনসহ সামাজিক কাজ করার জন্য পরশুরাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গঠন করা হয়েছে।