![পরশুরামে ইফা'র হিফজুল কুরআন প্রতিযোগিতা ও সনদ বিতরণ পরশুরামে ইফা'র হিফজুল কুরআন প্রতিযোগিতা ও সনদ বিতরণ](https://www.hawkars.com/uploads/images/IMG-20250210-WA0042.jpg)
পরশুরাম প্রতিনিধিঃ
ইসলামিক ফাউন্ডেশন পরশুরাম উপজেলার উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
সোমবার(১০ ফেব্রুয়ারি) সকালে ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা মডেল রিসোর্স সেন্টারে
এ প্রতিযোগিতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা ফিল্ড সুপারভাইজার আলমগীর হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মুফতি হুমায়ুন কবির নোমানী।
মডেল তত্বাবধায়ক ইকরামুল হক চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সলিয়া ফাতেমাতুজ্জোহরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মনছুর মোল্লা, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এম এ হাসান ও সাধারণ সম্পাদক মো মহি উদ্দিন।
প্রতিযোগিতা শেষে ৩ গ্রুপের ৯ জন বিজয়ীর হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।