![পরশুরামের রাজেশপুরে শহীদ কাউসারের স্মরণে ফুটবল টুর্নামেন্ট পরশুরামের রাজেশপুরে শহীদ কাউসারের স্মরণে ফুটবল টুর্নামেন্ট](https://www.hawkars.com/uploads/images/IMG-20250209-WA0016.jpg)
শুক্রবার রাতে স্থানীয় এক মাঠে মাস্টার শেখ আহমেদ এর সভাপতিতে জালাল উদ্দিন টুটুল এর পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং একটি টুর্নামেন্ট পরিচালনা করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইব্রাহিম খলিল মনি সদস্য সচিব পরশুরাম উপজেলা বিএনপি, কাজী ইউসুফ মাহফুজ আহবায়ক আহবায়ক পরশুরাম পৌর বিএনপি, শাহেদ আমান চৌধুরী সাবেক সিনিয়র সভাপতি ফেনী জেলা কৃষকদল, নজরুল ইসলাম জাহাঙ্গীর সভাপতি ৩নং চিথলিয়া ইউনিয়ন বিএনপি, তাজ উদ্দিন রাশেদ সাংগঠনিক সম্পাদক ৩নং চিথলিয়া ইউনিয়ন বিএনপি, মোঃ ইব্রাহিম যুগ্মসাধারণ সম্পাদক ৩নং চিথলিয়া ইউনিয়ন বিএনপি, শামসুল আলম শাকিল আহবায়ক পরশুরাম উপজেলা যুবদল, জহিরুল ইসলাম জহির যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদল, আবুল খায়ের লিটন যুগ্ন আহবায়ক উপজেলা যুবদল, কাজী জহিরুল করিম জনি পরশুর উপজেলা যুবদল, মোহাম্মদ রুবেল যুগ্ন আহবায়ক উপজেলা যুবদল, আবু তালেব রিপন সহদপ্তর সম্পাদক ফেনী জেলা ছাত্রদল।