![কেরামতিয়া উদয়ন ক্রিড়া চক্রের টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টর উদ্বোধন কেরামতিয়া উদয়ন ক্রিড়া চক্রের টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টর উদ্বোধন](https://www.hawkars.com/uploads/images/Messenger_creation_75DB7AD1-AA2D-4570-8F9B-AD2918816CA8.jpeg)
সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের কেরামতিয়া উদয়ন ক্রিড়া চক্র কর্তৃক আয়োজিত টি-টেন ক্রিকেট টূর্ণামেন্টর উদ্বোধন উদয়ন ক্রিড়া চক্রের ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে উদয়ন ক্রিড়া চক্রের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মারুফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজের সহকারী অধ্যাপক হারুনুর রশীদ, চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সিরাজ উদ্দিন বিএসসি, এস এম সেলিম রেজা, চরদরবেশ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক করিমুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শাহাজাহান ফিরোজ, সাবেক ইউপি সদস্য ওহিদুর রহমান, চরদরবেশ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি জাফর উল্যাহ, চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাউদ্দিন ফরহাদ, সোনাগাজী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন ইমরান, ডেনমার্ক প্রবাসী আনোয়ার হোসেন পলাশ প্রমুখ। এসময় উদয়ন ক্রিড়া চক্রের টুর্নামেন্ট পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন, ধ্রুবতারা স্পোর্টিং ক্লাব শান্তি নগর বনাম বিজয় স্মরণী হাসপাতাল গেইট কেরামতিয়া। আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন, নুর আলম, আরাফাত হোসেন শাকিল ও দেলোয়ার হোসেন নয়ন।