![পরশুরামে শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্ণামেন্ট ও জার্সি বিতরণ পরশুরামে শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্ণামেন্ট ও জার্সি বিতরণ](https://www.hawkars.com/uploads/images/IMG-20250206-WA0057.jpg)
পরশুরাম প্রতিনিধি:
পরশুরামে দিবারাত্রি শর্ট বাউন্ডারি ক্রিক্রেট টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার ও জার্সি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর শ্রীপুরে মোহাম্মদ কামাল মোল্লা উদ্যোগে আয়োজিত টুর্ণামেন্টে প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ফেনীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি এডভোকেট আবদুল আলিম মাকসুদ।
বিএনপি আবদুল কাদের ঝন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক শামছুল আলম শাকিল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিসফাকুস সামাদ রনি।
শিক্ষানবিস আইনজীবি ও সাবেক ছাত্রদল নেতা আবদুস সাত্তার সোহাগের পরিচালনায়
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আতাহার হোসেন পাপরুল,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তৌহিদুর রহমান, মির্জানগর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন শাহজালাল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো শাহজাহান, পরশুরাম স্পোর্টিং ক্লাবের সভাপতি মো শাহীন,সাধারণ সম্পাদক মেহেদী হাসান, চিথলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো ইব্রাহিমসহ ক্রীড়া প্রেমিকরা উপস্থিত ছিলেন।
খেলায় ১৬ টি দল অংশগ্রহণ করেন।