সংবাদদাতা : পরশুরামের বাঁশপদুয়া গ্ৰাম থেকে প্রায় ৩২ লাখ টাকা ভারতীয় শাড়ি কাপড় উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার ভোরে ৪ বিজিবির একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরীণ ২০০ গজ ভিতরে বাঁশপদুয়া গ্ৰাম থেকে প্রায় ৬০০ পিস ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থ্রিপিসসহ কিছু থান কাপড় উদ্ধার করে।
ফেনী ব্যাটালিয়ন (০৪ বিজিবি) এর অধীনস্থ গুথুমা বিওপির টহল কমান্ডার আমিনুর রহমান এর নেতৃত্বে টহলদল সীমান্ত ২১৬৪/০৪নং পিলারের আনুমানিক ২০০ গজ অভ্যন্তরে বাঁশপদুয়া নামক স্থান হতে
৭০ পিছ শাড়ি, ৫১৭ থ্রিপিস পিছ, ৯ পিছ লেহেঙ্গাসহ ১০৮ মিটার থান কাপড় উদ্ধার করে। এ সময় বিজিবি কাউকে আটক করতে সক্ষম হয়নি।