হকার্স রিপোর্ট ঃ
কুমিল্লা হতে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে গাঁজা ও ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৭। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ ফেব্রæয়ারি রাতে ফেনীর ফতেহপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ী তল্লাশী করে। এসময় সেন্টমার্টিন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে থামানোর সংকেত দিলে গাড়িটি থামালে কৌশলে এক ব্যাক্তি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা তাকে আটক করে তল্লাসী চালিয়ে বাসের সীটের নিচে পা রাখার স্থান হতে ১টি ট্রাভেল ব্যাগে বিশেষ কৌশলে রাখা ১৬ কেজি গাঁজা এবং ২ বোতল ফেন্সিডিল কক্সবাজার জেলার সমিতিপাড়া গ্রামের নূর সালামের পুত্র নুরুল আমিনকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকদ্র্রব্যের আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামীকে এবং জব্দকৃত মাদকদ্রব্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।