মোঃ জয়নুল আবদীন, পরশুরাম থেকেঃ
পরশুরামের বল্লামুখা মুহুরী নদীর বাঁধ পরিদর্শন করেন জামায়েতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এসময় তিনি পরশুরাম ফুলগাজীসহ বিভিন্ন স্থানে পথসভায় অংশ গ্রহণ করেন।
সোমবার (০৩ ফেব্রæয়ারী) সকাল ১১ টার দিকে মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর গ্রামের বল্লামুখা মুহুরী নদীর বাঁধ ভাঙ্গল পরিদর্শন করেন ডা. শফিকুর রহমান। বন্যাকে লংকাকান্ড হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, হঠাৎ লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ ও অসহায় হয়ে গেছে। বল্লামুখার বাঁধে দুই দেশের সীমান্ত রয়েছে। ভাঙ্গন কবলিত অংশটি ভারতের নোম্যান্সল্যান্ডে পড়েছে। তাদের এ ভাঙ্গনের কারণে আমাদের দেশ ক্ষতির সম্মুখিন হয়েছে। এজন্য ভারতের সাথে স্থায়ী সমাধানে পৌঁছাতে হবে। টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। আমি ফেনীবাসীর যৌক্তিক দাবিকে আমরা পুর্ণ সমর্থন করি।
অতীতে বেড়িবাঁধ নির্মাণে দুর্নীতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বেড়িবাঁধ বার বার ভাঙ্গার কারণ হচ্ছে এসব কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে। দুর্নীতি না হলে বাঁধ নির্মাণে প্রতি বছর কেন বাজেট দিতে হয়। বাঁধ নির্মাণে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয়নি বলেও তিনি অভিযোগ করেন।
নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনের আমরা চাই সুষ্ঠ নির্বাচনের জন্য একটি সুষ্ঠ পরিবেশ তৈরী হোক এবং নুন্যতম যে সংস্কার না হলে নির্বাচনের পরিবেশ তৈরী হবে না এই জন্য আমাদের সকলের ধৈয্য ধরে সরকারকে সহযোগিতা করা উচিৎ। নির্বাচনের ব্যাপারের এমন একটি নির্বাচন প্রয়োজন যেখানে সাচ্ছন্দ্যে প্রত্যেকে ভোটার
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পাশে^ দাঁড়াতে হবে যারা আহত ও পঙ্গু হয়ে গেছে তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। দেশের পরিবর্তনে শহীদদের মতো আমাদের প্রবাসীরাও অনেক অবদান রেখেছেন আমরা প্রবাসীদের কাছেও অনেক ঋনী। গ্রামকে দেশের হৃদপিন্ড উল্লেখ করে তিনি বলেন, গ্রাম বাংলাকে বাদ দিয়ে কোন দেশ নায়, গ্রাম থাকলে দেশ বাঁচবে।
পরে তিনি পরশুরাম সোনালী ব্যাংক চত্বরে উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।