মোঃ জয়নুল আবদীন, পরশুরাম:
জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও কোটা সংস্কার আন্দোলনকে বন্ধ করার জন্য ইন্টারনেট বন্ধ করে ছাত্র জনতাকে গণহত্যা করেছিল আওয়ামী সরকার। জুলাই ও আগস্টের ছাত্রদের উপর চালানো নির্মম হত্যার প্রদর্শনী দেখানো হয়েছে গুথুমা চৌমুরী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে।
(২ই ফেব্রুয়ারি) রবিবার সকাল ১১ টার সময় পরশুরামে গুথুমা চৌমুরী ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে প্রজেক্টর এর মাধ্যমে জুলাই বিপ্লবের গণহত্যার ভিডিও প্রদর্শন করা হয়।
মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ মীর আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম পৌরসভার ইঞ্জিনিয়ার আব্দুল আলিম। পরশুরাম পৌরসভার সাবেক কাউন্সিলর ও পরশুরাম পৌর বিএনপি'র সদস্য সচিব মাহাবুবুল হক মজুমদার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরশুরাম উপজেলা শাখার ছাত্র প্রতিনিধি আব্দুল কাদের মিনার ও জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।