মোঃ জয়নুল আবদীন
পরশুরাম থেকে ঃ
পরশুরামের বাউরখুমা তালুক পাড়া থেকে মোঃ হেলাল হোসেন (৩১) নামে ভারতীয় মদ সহ গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জানাযায় আসামী মোঃ হেলাল হোসেন বাউরখুমা তালুকপাড়া গ্রামের সিএনজি চালক মিজানুর রহমানের ছেলে।
রবিবার (২ ফেব্রæয়ারী) সকাল ১০ টার দিকে পরশুরামের বাউরখুমার তালুক পাড়ার মোঃ হেলাল হোসেন এর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডি এন সি)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপ পরিদর্শক মোঃ আবু তাহের এর সমন্বয়ে একটি রেইডিং পার্টি উক্ত অভিযান পরিচালিত হয়।
আসামী মোঃ হেলাল হোসেনকে তার নিজ ঘরে রাখা একটি সিনথেটিক ব্যাগের ভিতর ভারতের তৈরি অফিসার চয়েস নামীয় ৬২ প্যাকেট মদ উদ্ধার ও জব্দ করে ডি এন সির অভিযান পরিচালনাকারী রেইডিং পার্টি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উক্ত আলামত তার নিজের বলিয়া স্বীকার করেছে।
আসামী মোঃ হেলাল হোসেন ক অবৈধ মাদকদ্রব্য বিলাতিমদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বসতঘরে সংরক্ষণ করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাহার বিরূদ্ধে পরশুরাম মডেল থানায় একটি মামলা করা হয়েছে। পরশুরাম থানার ওসি মোহাম্মদ আবদুল হাকিম একজন মাদক ব্যবসায়ী আটক ও তার বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।