১০০টির বেশি স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্ম ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের আনন্দ ভ্রমণ ও স্বেচ্ছাসেবী মিলনমেলা চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালি সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন ফেনীর ছয় উপজেলার ৭শতাধিক স্বেচ্ছাসেবী, রক্তাদাতা ও সামাজিক কর্মী অংশগ্রহণ করেন। কার্যক্রমের আহবায়ক নিশাদ আদনান জানান, স্বেচ্ছাসেবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, নেটওয়ার্ক বৃদ্ধির জন্যই এই আয়োজন। ইভেন্ট হোস্ট ওসমাণ গণি রাসেল জানান-সমুদ্র সৈকতেই পবিত্র জুম্মার নামাজ আদায়ের ব্যবস্থা করে ফেনীর স্বেচ্ছাসেবকরা। এছাড়াও দিনব্যাপী বিভিন্ন গেইম শো, প্রতিযোগিতা ও র্যাফেল ড্র তে অংশগ্রহণ করে স্বেচ্ছাসেবকরা। ভিন্নধর্মী এই আয়োজনে স্বেচ্ছাসেবীদের মাঝে উৎসব ও আনন্দঘন পরিবেশ বিরাজ করে।
সবার মাঝে সম্প্রীতি রক্ষায় এই ধরনের আয়োজন প্রতি বছরই অনুষ্ঠিত হওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করেন অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকরা।
জাহাঙ্গীর আলম, জহিরুল পিয়াস, নুর নবী হাসান,কাজী আফতাব, মো. ইলিয়াস, জামাল চৌধুরি, তারেক জামিল, খোন্দকার সুমন, রিংকু ভূঁইয়া, নুর করীম মুন্না, মো. শাহীন, মো. আজগর সহ কার্যক্রমে ভূমিকা রাখা স্বেচ্ছাসেবকদের প্রতি ধন্যবাদ ও প্রশংসা জ্ঞাপন করেন উপস্থিত স্বেচ্ছাসেবকরা।