সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজীতে আর্সেনিক মুক্ত নিরাপদ নলকূপ স্থাপনের লক্ষে নলকূপ মিস্ত্রিদের প্রশিক্ষণ কর্মশালা এবং দক্ষ নলকূপ মিস্ত্রী দ্বারা নলকূপ স্থাপন ও পানি পরীক্ষাকরণ বিষয়ক পারস্পরিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে গত মঙ্গলবার-বুধবার (২১-২২জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো: আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, ইউনিসেফ চট্টগ্রামের ওয়াশ অফিসার সাফওয়াতুল হক নিলয়।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন, কর্মশালার মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওবি-ইউনিসেফ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ইফতেখার আলম এবং সিনিওর হাইড্রোজিওলজিস্ট আনিসুর রহমান রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভার্কের এরিয়া ম্যানেজার রবিউল্লাহ রবি।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মো: শরিফুল ইসলাম। কর্মশালায় অংশগ্রহন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয় ও হাই স্কুল শিক্ষক, ইমাম-পুরোহিত, ইউপি সদস্য, স্বাস্থ্য কর্মকর্তা, সাংবাদিক, নলকূপ মিস্ত্রিসহ এ সংশ্লিষ্ট কাজে জড়িত বিভিন্ন পেশাজীবি ব্যাক্তি বর্গ। প্রশিক্ষণ কর্মশালায় নলকূপ মিস্ত্রীদের দক্ষ করে তোলার পাশাপাশি আলোচনায় স্থানীয় মানুষের আর্সেনিক সম্পর্কে ধারণা, দক্ষ মিস্ত্রি দ্বারা নলকূপ স্থাপন ও প্রতিকূল পরিবেশে পানি ব্যবহারে পারস্পরিক সহযোগিতার মত বিষয়গুলো প্রাধান্য পায়।