স্টাফ রিপোর্টার :
ফেনী সাহিত্য সম্মেলন ২০২৫ আয়োজন উপলক্ষে বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফেনী সাহিত্য সভা ও ফেনী সাহিত্য সম্মেলন-২০২৫ এর আহŸায়ক শাবিহ মাহমুদ জানান, ফেনী সাহিত্য সভার ২ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে ফেনী সাহিত্য সম্মেলন। সম্মেলনে ফেনী, ঢাকা ও বিভিন্ন অঞ্চলের প্রায় ২শ কবি অংশগ্রহণ করবেন। এ সাহিত্য সম্মেলনে বাংলা নাটকের প্রবাদ পুরুষ ফেনীর কৃতি সন্তান সেলিম আল দীনের নামে ‘সেলিম আল দীন সাহিত্য পুরস্কার ২০২৫' প্রদান করা হবে। এ বছর এ পুরস্কার পেয়েছেন বিশিষ্ট লেখক ও চিন্তক ড. সলিমুল্লাহ খান। পাশাপাশি এ আয়োজনে ফেনীর ১০ জন সাহিত্যিকে ‘গুণি লেখক সম্মাননা’ প্রদান করা হবে। আগামী ২৫ জানুয়ারি শহীদ জহির রায়হান হল মাঠে সকালে ৯টায় এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি থাকবেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন উপপরিচালক-স্থানীয় সরকার ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোঃ বাতেন ও পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। দিনব্যাপী ফেনী সাহিত্য সভা পাঠচক্রের ৫ম অধিবেশন ও আঞ্চলিক সাহিত্য ও ইতিহাস চর্চার সংকট ও উত্তোরণ বিষয়ে কবিতার আসরসহ দুটি সেমিনার। সন্ধ্যায় ঘোষণা করা হবে সেলিম আল দীন পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।