দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মমারিজপুর হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হয়েছেন দৈনিক ফেনীর সময় সম্পাদক ও সুজন- সুশাসনের জন্য নাগরিক ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। এছাড়া তিনি ফেনী রিপোর্টার্স ইউনিটিরও সভাপতির দায়িত্বে রয়েছেন। গতকাল মঙ্গলবার কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত আদেশে এডহক কমিটি অনুমোদন দেয়া হয়। তিনি এর আগেও দুই মেয়াদে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির যথাক্রমে সহ-সভাপতি ও শিক্ষানুরাগী সদস্য ছিলেন।
গতকাল অনুমোদিত চিঠিতে চার সদস্যের এডহক কমিটিতে রয়েছেন শিক্ষক প্রতিনিধি মৃণাল দাস গুপ্ত ও অভিভাবক প্রতিনিধি মো: মোরশেদুর রহমান চৌধুরী (কাউছার)। পদাধিকার বলে প্রধান শিক্ষক মো: আবদুর রহীম সদস্য সচিব থাকবেন।
চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা কর্তৃক প্রণীত (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪-এর প্রবিধান ৬৪(১০) অনুসারে মমারিজপুর হাই স্কুলের এডহক কমিটিকে স্মারক ইস্যুর তারিখ হতে ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হল।