হকার্স রিপোর্ট ঃ
ফেনীর মহিপালে ফ্লাইওভারের পাশে পর্যটকবাহী বাস হতে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করে ফেনী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় চালককে গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে ফেনীর মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ প্রান্তে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়। রাত আনুমানিক ৯টার দিকে কক্সবাজার হতে ঢাকাগামী মারছা পরিবহন লি. নামীয় (চট্টমেট্রো-ব-১১-১২১২) একটি পর্যটকবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে বাসটি থামিয়ে তল্লাশী করে। বাসের ড্রাইভারের সিটের পাশে একটি ট্রাভেল ব্যাগ তল্লাশী করে ব্যাগের মধ্যে স্কচটেপ ও টিস্যু দ্বারা মোড়ানো ২০টি নীল জিপারযুক্ত পলি প্যাকেটের চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। এ সময় গাড়ি চালক মো. শেফায়তুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করে।
উল্লেখ্য, মো. শেফায়তুল ইসলামের বিরুদ্ধে ইতোপূর্বেও একটি মাদক পাচারের মামলা রয়েছে। সে কক্সবাজারের বরইতলী ইউপির জসিম উদ্দিনের ছেলে।