রবিবার (১৯ জানুয়ারি): পরশুরামে উপজেলা প্রশাসনের আয়োজনে পরশুরামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
"এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়" প্রতিপাদ্যকে সামনে নিয়ে জুলাই বিপ্লবের এই চিত্র প্রদর্শনী করা হয়।
জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনীতে বক্তব্য রাখেন পরশুরাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী, পরশুরাম কবি শামসুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহাম্মেদ, পশুরাম ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়ের আহাম্মদ মজুমদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল কাদের মিনার, জাহাঙ্গীর আলম, নাহিদ রাব্বি, তানজিদুল ইসলাম রিসাদ।
উক্ত চিত্র প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ "শহীদকাউসা" এর ছোট ভাই মোঃ ফারুক, ছাত্রদের মধ্যে ছিলেন আবির, কালাম, শরিফ, কাজী রিয়াজুর নুর।