পরশুরাম প্রতিনিধিঃ
পরশুরামের মূহুরী নদীর বেড়িবাঁধের বল্লামুখায় মুহুরীনদীর ভাঙ্গন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম,পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ও বিজিবি’র ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন। বাঁধ পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, অতি দ্রæত বল্লামুখার বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করা হবে। তিনি বলেন, বাঁধ সংস্কারের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের অধিনে থাকায় পানি উন্নয়ন বোর্ড অতি দ্রæত কাজ শুরু করবেন বলে জানিয়েছেন।
বুধবার (১৫ জানুয়ারী) দুপরে মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুরে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেন তারা। গত বছরের ২০ আগস্টে ভয়াবহ বন্যায় মূহুরী নদীর বল্লামুখায় দীর্ঘ ভাঙ্গনের সৃষ্টি হয়। সীমান্তের এই বাঁধটি ভারতীয় বিএসএফ কেটে দেওয়ায় বন্যার পানিতে পরশুরাম, ফুলগাজীসহ ফেনীবাসী ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বিজিবি’র ফেনী ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম, পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিমসহ স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন।
এদিকে ভাঙ্গন পরিদর্শন শেষে তার নিজ কালিকাপুর বিওপি’র পাশে^র মসজিদের সামনে শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেন তারা। পরে মজুমদার হাট বিওপি ও বিলোনিয়া স্থল বন্দর পরিদর্শন করেন।