পরশুরাম(ফেনী)প্রতিনিধি:
পরশুরামের ভারত থেকে পাচারকালে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়সহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান।
রবিবার সকাল ১০ টার দিকে পৌর এলাকার দক্ষিণ বেড়াবাড়িয়া গ্রামের মমিন হুজুরের পরিত্যক্ত বাড়ির উঠান থেকে এসব মালামাল জব্দ করা হয়। এসময় পরশুরাম মডেল থানা পুলিশের এসআই মুন্না দের নেতৃত্বে পুলিশের একটি দল ও উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদের মিনারসহ স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন।
জানা গেছে, বেড়াবাড়িয়া- গুথুমা রুটে প্রতিনিয়ত ভারত থেকে শাড়ি কাপড়সহ মালামাল পাচার হচ্ছে। দক্ষিণ বেড়াবাড়িয়া গ্রামের মমিন হুজুরের পরিত্যক্ত বাড়িতে অবৈধ এসব মালামাল মজুদ করতো চোরাকারবারিরা। বাংলাদেশ সেনাবাহিনীর জোরদার টহলের কারণে রবিবার রাতে মালামাল পাচার করতে পারেনি তারা। রবিবার সকালে স্থানীয় গ্রামবাসী তালাবদ্ধ কার্ভাড ভ্যানটি দেখে প্রশাসনকে খবর দেন। পরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কার্ভাড ভ্যান (ঢাকা মেট্রো-অ,১১১৭৭৮) এর তালা ভেঙ্গে ৩৩ গাইট ভারতীয় শাড়ি,লেহেঙ্গা ও থ্রী পিস উদ্ধার করে। উদ্ধারকৃত মালামাল পরশুরাম মডেল থানা হেফাজতে দেয়া হয়েছে। জব্দকৃত মালামালের সিজার লিস্ট অনুযায়ী,শাড়ি ৭৮২ পিস,থ্রিপিস ১৫২ পিস ও ১৬ বান্ডেল থান কাপড় রয়েছে। কাভার্ড ভ্যানসহ এসব মালামালের মূল্য প্রায় ৪২ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।