হকার্স রিপোর্ট :
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের তুলাবাড়ীয়া গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা নেপাল চন্দ্র শীলকে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১ ঘটিকায় তুলাবাড়ীয়া রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে নেপাল চন্দ্র শীলকে রাষ্টীয় মর্যাদা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী ও ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
উলেখ্য, মুক্তিযোদ্ধা নেপাল চন্দ্র শীল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ৬নং কালিদহ ইউনিয়ন কমাণ্ড কাউন্সিলের সাবেক কমান্ডার, কালিদহ ইউনিয়ন পরিষদ ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার, তুলাবাড়ীয়া লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কালিদহ ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ছাড়াও অসংখ্য সামাজিক ও ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদ, লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।