পরশুরাম প্রতিনিধি:
পরশুরামের উত্তর বাজারের কাউতলী রাস্তার পাশে অবস্থিত দারুল উলুম মাদ্রাসার ৪০ জন ছাত্রকে কম্বল উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান। এ সময় তিনি মাদ্রাসা ও ছাত্রদের বিভিন্ন বিষয়ক খোঁজখবর নেন।
শনিবার রাত ৯.৩০ মিনিটের দিকে মাদ্রাসা প্রাঙ্গনে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মাঝে কম্বল তুলে দেন (ইউএনও) আরিফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন দারুল উলুম মাদ্রাসার নায়েবে মোহতামিম কামরুল ইসলাম, শিক্ষক মাওলানা আনোয়ার, মাওলানা হাফেজ ইয়াছিন, হাফেজ মাসুম বিল্লাহ, হাফেজ আশিকুর রহমান, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসান, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, কোষাধ্যক্ষ জয়নুল আবেদীন ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম।