পরশুরাম প্রতিনিধি:
পরশুরামে পূর্ব সাহেবনগর ঘাটঘর হোসাইনিয়া (রাঃ) মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, নতুন বই ও কৃতি ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২১ ডিসেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে পূর্ব সাহেবনগর ঘাটঘর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব আবদুর রহিম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ফেনীর এপিপি ও উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবদুল আলিম মাকসুদ।
মির্জানগর ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মো ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পরশুরাম উপজেলা যুবদলের আহবায়ক শামছুল আলম শাকিল, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম চৌধুরী,জিয়া মঞ্চের ফেনী জেলা সদস্য সচিব নুর হোসেন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও নতুন বই তুলে দেন। বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন মাদ্রাসার সুপার মাওলানা মো আবুল হাসান।
এডভোকেট আবদুল আলিম মাকসুদ বলেন, প্রতিটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সকল ধর্মপ্রাণ মুসলিমের। শিক্ষা প্রতিষ্ঠানকে মূল্যায়ন ও সন্তানকে যথাযথ পরিচর্যার মাধ্যমে আপনার সন্তান সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। তিনি মাদ্রাসায় কম্পিউটার ও প্রিন্টারসহ সহযোগিতার আশ্বাস দেন।
যুবদল নেতা শামছুল আলম শাকিল বলেন, সন্তানের জন্য মায়ের ভূমিকা ব্যাপক। সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি নীতি নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা দিতে হবে।