পরশুরাম প্রতিনিধি:
পরশুরামে ইয়ুথ পিস আ্যম্বাসেডর গ্রুপ গঠন বিষয়ক সভা বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে পরশুরাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)র আয়োজনে ইয়ুথ পিস আ্যম্বাসেডর গ্রুপ গঠন করা হয়। এতে সকলের সম্মতিক্রমে সমন্বয়কারী নির্বাচিত হয়েছেন নাহিদ রাব্বি। এছাড়া সাদ্দাম হোসেন, জাকিয়া সুলতানা ফেন্সী ও মো.ইসমাইল হোসেন মৃদুলকে যুগ্ম সমন্বয়কারী ও বিভিন্ন ছাত্র যুব সংগঠনের প্রতিনিধিদের পিস অ্যাম্বাসেডর করে বহুদলীয় যুব প্ল্যাটফর্ম ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) পরশুরাম উপজেলা কমিটি গঠন করা হয়।
সুশাসনের জন্য নাগরিক-সুজনের উপজেলা সভাপতি ইউছুফ বকুলের সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি ও পিএফজি’র উপজেলা কো-অর্ডিনেটর এমএ হাসান। ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মো. রাসেল আহমেদ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আতাহার হোসেন পাপরুল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাদ্দাম হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ রাব্বি, জাহাঙ্গীর আলম, ছাত্র প্রতিনিধি মো: হাকিম আলী জয়, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের সাইফুল ইসলাম সুমন, মিশন হেল্প ফাউন্ডেশনের ইকবাল হোসেন মাছুম, পরশুরাম ইয়ুথ ক্লাবের তৌহিদুল ইসলাম অভি প্রমুখ। সভায় ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র-জনতা, ভলন্টিয়ার অব বাংলাদেশ, রক্তিম বন্ধন ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলেই তাদের এলাকায় ইতিবাচক সৌহার্দপূর্ণ রাজনৈতিক সহাবস্থান সৃষ্টি ও সহিংসতা প্রশমনে ঐক্যবদ্ধভাবে কাজ করার পক্ষে মত প্রকাশ করেন। আগামীতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।