সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:
সোনাগাজীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন গুলো পৃথক কর্মসূচি পালন করে। ১৬ ডিসেম্বর (সোমবার) উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের শুরুতেই তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়ে শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন, ক্রিড়া প্রতিযোগিতা, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ প্রবৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠান মালায় উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এর সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ঈমাম উদ্দিন ভূঞা, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাসেল হামিদী, উপজেলা সেচ্ছা সেবক দলের আহবায়ক আবু বক্কর ছিদ্দিক মারুফ সহ সরকারি কর্মকর্তাগণ, শিক্ষক, সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন আলাদা ভাবে র্যালি আলোচনা সভা, ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন করা হয়।