মোঃ জয়নুল আবদীন,
পরশুরাম ঃ
পরশুরাম মডেল পাবলিক স্কুলের অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ ই ডিসেম্বর রবিবার সকাল ১০ টা ৩০ মিনিটের সময় পরশুরাম উপজেলা কলেজ রোডে অবস্থিত তাজু কন্ট্রর বাড়ির স্কুল প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক মেয়র আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম সরকারি মডেল পাইলট হাইস্কুলে প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী, ফেনী জজ কোটের (এপিপি) , পরশুরাম উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আবদুল আলিম মাকসুদ, পৌর বিএনপির আহবায়ক মাহফুজ, নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, পরশুরাম মডেল পাবলিক স্কুলের অধ্যক্ষ নুর নাহার বেগম, ফুলগাজী দারুল উলুম মাদরাসার সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, পৌর জামায়াতের সভাপতি এবং উপজেলা নাগরিক ফোরামের চেক্রেটারি এনামুল কাউচার, স্কুল পরিচালনা কমিটির সদস্য মাওলানা জসিম উদ্দিন।
উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন এর পরিচালনায় ফেনী জেলা আইনজীবি সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, পরশুরাম মডেল পাবলিক স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট এমদাদ হোসাইন এর সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পরশুরাম মডেল পাবলিক স্কুলের সম্মানিত শিক্ষক, শিক্ষিকা বৃন্দ, অভিভাবক বৃন্দ এবং ছাত্র ছাত্রী বৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দের হাত থেকে ছাত্র ছাত্রীরা পুরস্কার গ্রহণ করেন।