সদর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে স্থানীয় শেখ মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন।
ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব
বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে
বিশেষ অতিথি ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আলী মনসুর সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক
দেলোয়ার হোসেন দোলন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ ও ফেনী সদর উপজেলা আহবায়ক
যোবায়ের হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহআলম মিয়াজি, সাধারণ সম্পাদক এয়াছিন রিপন মেম্বার, সিনিয়র সহ-সভাপতি সালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, শহীদ জিয়া স্মৃতি সংসদ ফেনী সদর উপজেলা শাখার সভাপতি সেলিম উদ্দিন,
সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মেজবাহ উদ্দিন ভূঁইয়া, নুরুল আলম সুফল ও ইব্রাহিম সোহাগ।
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা একরাম হোসেন ও শরিফুল ইসলাম সোহেল এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে স্বেচ্ছাসেবক দল নেতা শরিফুল ইসলাম রিয়াদ ও পিয়াসসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কর্মী সম্মেলনে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের এখন থেকে কাজ শুরু করতে হবে।
বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করেন, তাই
সুখ দুঃখ পাশে দাঁড়িয়ে এবং সুন্দর আচরণ করে মানুষের মন জয় করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।