পরশুরাম প্রতিনিধি
ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার হাবিবুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করেছেন পরশুরাম প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বুধবার(১১ই ডিসেম্বর) উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং সুশীল সমাজের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিমসহ পরশুরাম উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, শিক্ষকসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সম্মাননা স্মারক প্রদান কালে উপস্থিত ছিলেন পরশুরাম প্রেসক্লাবের সহ সভাপতি সবীর আহমেদ ফোরকান, সাধারণ সম্পাদক মহি উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা, যুগ্ম সম্পাদক আজমির হোসেন মিশু,কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন,প্রচার সম্পাদক শহিদ উল্লাহ ও ক্রীড়া সম্পাদক মো: ইব্রাহিম।
এদিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সম্মাননা স্মারক প্রদান করেছেন নজরুল একাডেমী পরশুরাম শাখা। নজরুল একাডেমীর সভাপতি ইউসুফ বকুল তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।