পরশুরাম প্রতিনিধি:
পরশুরামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে জয়িতা সংবর্ধনা পেয়েছেন সফল দুই নারী।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে র্যালি ও আলোাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ নুরুল হাকিম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা,পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান ও জয়িতা খোদেজা আক্তারের ছেলে আনোয়ার হোসেন প্রমুখ।
কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার রোশনা আক্তারের সঞ্চালনায় রোকেয়া দিবসের অনুষ্ঠানে শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ডা.তামান্না চৌধুরী ও সফল জননী হিসেবে খোদেজা আক্তারকে জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়। তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। তাদেরকে উত্তরীয় পরিয়ে দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।