মোঃ জয়নাল আবদিন,পরশুরাম :
ফেনীর মুহুরি নদীতে অবৈধভাবে বালু লুট বন্ধে জেলার পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের নের্তৃত্বে অভিযান পরিচালনা করছে বিজিবি-পুলিশের যৌথ বাহিনী।
সোমবার (০৯ ডিসেম্বর) দিনভর ভারত সীমান্তবর্তী নদীটির প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এ অভিযান চালানো হয়।
উক্ত অভিযানে আরও অংশ নেন স্থানীয় বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম ও পরশুরাম থানার ওসি মো.আবদুল হাকিম।
এসময় বালু লুটের কাজে ব্যবহৃত প্রায় ৩০টি অবৈধ মেশিন জব্দ করা হয়।
ফেনীস্থ -৪ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,জেলার যে কোনো নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।