পরশুরাম প্রতিনিধি:
আগামীর বাংলাদেশ গঠন ও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের করণীয় শীর্ষক সেমিনার আয়োজন করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত পরশুরাম উপজেলা শাখা।
শনিবার(৭ ডিসেম্বর) সকালে পরশুরামের স্থানীয় একটি অডিটোরিয়ামে পরশুরাম ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইমাম, খতিব ও নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সিরাজিয়া জাকেরিন সংঘের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি শামসুল আলম শাকিলের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, পরশুরাম সরকারি কলেজের অধ্যক্ষ আবু কাওছার মোহাম্মদ হারেস, দেবপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম, সুবার বাজার ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছাদেক, শালধর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলাম মজুমদার, ফুলগাজী মহিলা কলেজের অধ্যাপক একেএম জালাল উদ্দিন, পরশুরাম বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব অধ্যাপক মুফতি হুমায়ুন কবির নোমানী, মুন্সিরহাট আলী আজম স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মুস্তাফিজুর রহমান, সুবার বাজার ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিন মজুমদার,বকিশা দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মোঃ মহিউদ্দিন, উত্তর শালধর সিরাজিয়া খানকা শরীফের পরিচালক সুফি মুন্সী মো কামাল উদ্দিন প্রমুখ।