পরশুরাম প্রতিনিধি:
পরশুরাম কলেজিয়েট স্কুল ও বর্ণমালা পাঠশালা'র অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৭ ডিসেম্বর) সকালে স্কুল প্রাঙ্গনে পরশুরাম কলেজিয়েট স্কুলের ব্যবস্থাপনা পরিচালক, বর্ণমালা পাঠশালার প্রধান শিক্ষক মোঃ মহি উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান।
সাংবাদিক গাজী মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার ওসি (তদন্ত) মাকসুদ আহমেদ, ফেনী জর্জ কোর্টের এপিপি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল আলিম মাকসুদ, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, পরশুরাম সরকারি মডেল পাইলট হাইস্কুলে সিনিয়র সহকারি শিক্ষক ওমর ফারুক জিন্নাহ, মাল্টি এডুকেশন সেন্টার মেক্ এর ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।
এসময় পরশুরাম কলেজিয়েট স্কুল এবং বর্ণমালা পাঠশালার শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ২০২৩ সালের কৃতি শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।