পরশুরাম প্রতিনিধি: পরশুরামে মিশন হেল্প ফাউন্ডেশন নামে নতুন ধারার একটি সেচ্ছাসেবী সংগঠন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে পরশুরাম মডেল সরকারি পাইলট হাই স্কুল মিলনায়তনে 'একটুখানি হাত বাড়ালে, লক্ষ বাঁধা যায় আড়ালে' এ স্লোগানে আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরশুরাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী আসিফ। স্বাগত বক্তব্য রাখেন মিশন হেল্প ফাউন্ডেশনের সভাপতি ইমাম হোসেন সজিব। পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি ও সংগঠনের সহ সভাপতি এম এ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. আজিজুর রহমান মজুমদার, ফেনী সরকারী কলেজের প্রভাষক মীর হোসেন মজুমদার ওরাল ও ডেন্টাল সার্জন ডা. মোহাম্মদ ইসমাইল হোসেন, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিঃ এর সহকারী ব্যবস্থাপক জনাব মোহাম্মদ মনির হোসেন মজুমদার। অনুষ্ঠান শেষে আগামী দুই বছরের জন্য মিশন হেল্প ফাউন্ডেশনের দায়িত্ব প্রাপ্ত কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি ইমাম হোসেন সজীব, সহ-সভাপতি এম এ হাসান, সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সহ-সাধারণ সম্পাদক আবদুল কাদের, সাংগঠনিক সম্পাদক নুরুল করিম, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক আতিক মাহমুদ, সহ অর্থ সম্পাদক ইকবাল হোসেন মাসুম, দপ্তর সম্পাদক মাহমুদুর রহমান মজুমদার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল মিজান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ বেলাল হোসেন, ক্রীড়া বিষয় সম্পাদক মিনার হোসেন, আইন বিষয়ক সম্পাদক আবুল হাশেম, তথ্য ও গবেষণা সম্পাদক মেছবাহ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ওমর ফারুক জিন্নাহ, সাহিত্য ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক আব্দুল করিম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক হাসিনা আক্তার, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, আন্তর্জাতিক সম্পর্ক ও প্রবাসী বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন মজুমদার, পরিবেশ বিষয়ক শহিদুল ইসলাম বাবলু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ও কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সুমন। এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শফিকুল ইসলাম, মোহাম্মদ ইউনুছ, জয়নাল আবেদীন, শাহিন মোল্লা, সাইদুল ইসলাম গিয়াস, মোঃ শহিদুল ইসলাম, আাবু বক্কর সিদ্দিক রনি ও এমাম হোসেন।