শহর প্রতিনিধি,
ফেনীতে গত আগস্টের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ শিল্প মালিকদের সংবাদ সম্মেলনে তাদের কারখানায় উৎপাদন অব্যাহত রাখার স্বার্থে প্রণোদনা প্রদান, বকেয়া ঋণ মওকুফ ও স্বল্পসুদে নতুন করে ঋণ প্রদানের দাবী জানানো হয়। সোমবার বিকেলে ফেনী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের প্রতি এ দাবী জানানো হয়। লিখিত বক্তব্যে ফেনী বিসিক শিল্প মালিক সমিতির সহ সভাপতি মাঈন উদ্দিন আহমেদ কামরান বলেন, গত ২০ আগস্ট ফেনীতে যে ভয়াবহ বন্যা দেখা দেয় সেই সময় বিসিক শিল্প নগরীর সবগুলো কারখানা ৫ ফুট পানির নিচে তলিয়ে যায়। এক সপ্তাহ জলবদ্ধতা থাকার কারণে কারখানার যন্ত্রপাতি, কাঁচামাল ও উৎপাদিত মালামাল নস্ট হয়ে যায়। এতে ফেনীতে বিসিক শিল্প নগরীতে কারখানা মালিকদের প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। বন্যার পরে পানিতে ডুবে যাওয়া যন্ত্রপাতি মেরামত করে কোন ভাবেই উৎপাদন পূর্বের ন্যায় করা যাচ্ছে না। এতে মালিকরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্থ হচ্ছে। ফেনীর ছাড়িপুর বিসিক শিল্প নগরীতে বর্তমানে চলমান ৩৭টি কারখানায় ৪ হাজারেরও বেশি শ্রমিক কর্মরত রয়েছে। তাদের বেতন-ভাতা পরিশোধে মালিক পক্ষ হিমসিম খাচ্ছে। এমতাবস্থায় শিল্প মালিকরা বকেয়া ঋণ মওকুফ, স্বল্পসুদে নতুন করে ঋণ প্রদান ও সরকারের পক্ষ থেকে প্রণোদনার দাবী জানায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেনী চেম্বার অব কমার্সের পরিচালক জালাল উদ্দীন বাবলু, বিসিক শিল্প নগরীর কোষাধ্যক্ষ আতাউর রহমান, পরিচালক মো, সালাহ উদ্দিন শামীম, ফেনী দাওয়া খানার পরিচালক আতিকুল আলম প্রমুখ৷