হকার্স রিপোর্ট :
ফেনীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৪ হাজার পিস ইয়াবা, ৮৪ বোতল ফেন্সিডিল, ১০ বোতল বিদেশী মদ ও মাদকদ্রব্য বিক্রয়কৃত নগদ ১ লক্ষ ৮ হাজার ১৪০ টাকাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। জানা যায়, ২ ডিসেম্বর সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপপরিচালক সোমেন মন্ডল এর সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরীর নেতৃত্বে একটি টিম ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া ও ফেনী মডেল থানার নাজির রোড এলাকায় অভিযান পরিচালনা করে ছাগলনাইয়া থানার বাঁশপাড়ার হামিদ আলী পাটোয়ারী বাড়ীর মৃত জসীম উদ্দিনের ছেলে সফি উল্লাহ সোহেল (৩৩) কে তার বসতঘর থেকে এবং ফেনী মডেল থানাধীন নাজির রোডস্থ রশিদ গার্ডেনের ৪র্থ তলার একটি ফ্ল্যাট থেকে আবু তাহের মজুমদারের ছেলে মোঃ সরোয়ার হোসেন শাকিল (৩৭) কে ৪ হাজার পিস ইয়াবা, ৮৪ বোতল ফেন্সিডিল, ১০ বোতল বিলাতী মদ ও মাদকদ্রব্য বিক্রয় লব্ধ ১ লক্ষ ৮ হাজার ১৪০ টাকাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উক্ত ঘটনায় আটককৃত ব্যক্তিদের আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী এর পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের চলমান রয়েছে।