ফেনীতে স্বেচ্ছাসেবক ফুটবল টুর্নামেন্টে এবি নেগেটিভ দল চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার রাতে ফেনী স্পোর্টস এরিনায় মিনি স্টেডিয়ামে এ নেগেটিভ দলকে ২-০ গোলে পরাজিত করে এবি নেগেটিভ দল চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে চাম্পিয়ান ও রানারআপ দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) দীন মোহাম্মদ, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আবু তাহের, সাবেক সভাপতি ও ডিবিসি নিউজের প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূইয়া, দৈনিক ফেনীর সময়'র সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক ফেনী'র সম্পাদক আরিফুলল আমিন রিজভী, দৈনিক মানবজমিন'র জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, দৈনিক স্টার লাইন'র নির্বাহী সম্পাদক মাইন উদ্দিন, সাপ্তাহিক হকার্স সম্পাদক তারেক মজুমদার।
প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকততে হলে খেলাধুলার বিকল্প নেই। স্বেচ্ছাসেবকরা যে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করছে তা প্রশংসার দাবি রাখে। তিনি আরও বলেন, ফেনীতে চলতি বছরের স্মরণকালের বন্যায় সকল স্বেচ্ছাসেবীদের অবদান বিশেষ ভাবে স্মরণীয় হয়ে থাকবে। ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের মাধ্যমে শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণের জন্য বিভিন্ন ধাপে কম্বল দেওয়ার প্রতিশ্রুতি দেন জেলা প্রশশাসক। ভবিষ্যতে যে কোন কাজে ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারকে জেলা প্রশাসনের পাশে থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ বলেন, সামাজিক ও মানবিক কাজের পাশাপাশি বিনোদনের জন্য স্বেচ্ছাসেবকদের নিয়ে খেলাধুলা পরিধি বাড়াতে হবে। এজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরণের সহায়তা অব্যহত থাকবে।
টুর্ণামেন্টের আয়োজক সুত্র জানায়, ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের আয়োজনে "ডিডি ল্যাব স্বেচ্ছাসেবক ফুটবল টুর্নামেন্ট-২০২৪" এ বিভিন্ন রক্তের গ্রুপ নামক ৮টি দলে বিভক্ত হয়ে টুর্নামেন্ট পরিচালিত হয়। টুর্নামেন্টের নকআউট পদ্ধতিতে মোট সাত ম্যাচ অনুষ্ঠিত হয়। এর আগে জেলার ৪১টি স্বেচ্ছাসেবী সংগঠন থেকে রেজিস্ট্রেশনকৃত ১৫৩ জন স্বেচ্ছাসেবী রক্তদাতা থেকে ড্রাফটে মাধ্যমে ৮০ জন বাছাই করে দল গঠন করা হয়। শনিবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন এখন টিভির ফেনী প্রতিনিধি সোলাইমান হাজারী ডালিম সহ টুর্নামেন্টের স্পন্সর কৃত প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।