ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বাস্তবায়ন পরিষদের এক মতবিনিময় সভা গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের ক্রাউন ওয়েষ্ট রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।
শহরের বিশিষ্টজনদের নিয়ে অনুষ্ঠিত উক্ত সভায় সন্চালনা করেন পরিষদের সদস্য সচিব সাইদুল ইসলাম।এতে অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুল খালেক, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্ৰামের জেলা প্রতিনিধি একেএম আবদুর রহীম, ফেনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ওমর ফারুক বেলাল, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী,ফেনী শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম, একরামুল হক ভূঁইয়া,
বক্তরা বলেন,একটি উন্নত ও সমৃদ্ধ জনপদ বিনির্মাণ ও হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে হাজার বছরের ঐতিহ্যের ধারক ও বাহক ফেনীতে স্বাধীনতার ৫৩ বছর পরও মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না হওয়াটা খুবই দুঃখজনক। অবস্থান গত কারনে, ভূরাজনৈতিক কারনে, উন্নত যোগাযোগ ব্যবস্থার কারনে এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বহু আগেই হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের দূর্ভাগ্য তা হয়নি ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী নেতাদের কারনে।যারা শুধু এই জনপদকে লুটপাট আর সন্ত্রাসের জনপদ বানিয়ে রেখেছিল।জন কল্যাণ মূলক কাজ তাদের কাছ থেকে আশা করাও ঠিক না।এখন সময় এসেছে চরম বন্চনার স্বিকার ফেনীতে যত দ্রুত সম্ভব মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্ৰহন করতে তাঁরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবী জানান