বিশেষ প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বুধবার সকালে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয় ও রতনপুর হাজী ছৈয়দের রহমান স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে। রতনপুরের স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের নব-নির্বাচিত সহ-সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার জাবেদুল ইসলাম মামুন।
রতনপুর হাজী ছৈয়দের রহমান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনীর সমন্বয়ক বদরুদ্দোজা নোবেল, সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামাল আহমেদ এম.এ, পাঁচগাছিয়া ইউপির সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী ও সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন মজুমদার। রতনপুর হাজী ছৈয়দের রহমান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য আশরাফ উদ্দিন পাটোয়ারী, ইসলামী ব্যাংক বিরলী বাজার এজেন্ট শাখার পরিচালক মনোয়ার হোসেন শিমুল ও রতনপুর হাজী ছৈয়দের রহমান স্মৃতি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ছালেহ আহমেদ প্রমুখ। এসময় রতনপুর হাজী ছৈয়দের রহমান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রতনপুর হাজী ছৈয়দের রহমান স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে নাটকসহ বিভিন্ন বিষয় অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন। শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া করা হয়েছে। দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ দাউদ।
অপরদিকে বিরলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে একই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।