ফেনী ড্রাগন কারাতে একাডেমীর অর্ধশতাধিক শিক্ষার্থী বেল্ট পেয়েছেন। গতকাল শহরের বারাহিপুরস্থ 'ফেনী স্পোর্টস এরিনা টার্ফে' আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সাইফুল ইসলাম।
ফেনী ড্রাগন কারাতে একাডেমীর সেক্রেটারি ইমন উল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার মীরা আক্তার, ফেনী মডেল থানার পরিদর্শক (অপারেশন) সফিকুর রহমান, বিসিবি'র জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন, দৈনিক মানবজমিন'র জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সমীর উদ্দিন ভূঁইয়া, মস্কো ব্রেকার্স'র এমডি ফয়সাল,
কারাতে কোচ সেন্সি মাহফুজ।
বেল্ট প্রদান অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৪৫ জন শিক্ষার্থী অতিথিদের কাছ থেকে বেল্ট গ্রহণ করেন।
প্রধান অতিথি উপজেলা নিবার্হী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ফেনীতে কারাতে শেখার বিষয়টি খুবই অনুপ্রানিত করেছে। দেশের অনেক জেলায় এমন একাডেমী নেই। শিশু, কিশোর ও তরুণরা কারাতে শিখে নিজেকে বিকশিক করে পুরস্কার অর্জন করেছে জেনে আনন্দিত হয়েছি।
বিশেষ অতিথি জেলা ক্রীড়া অফিসার মীরা আক্তার বলেন, কারাতে একাডেমীর শিক্ষার্থীরা দেশের গন্ডি পেরিয়ে বিদেশে সুনাম অর্জন করেছে। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ভবিষ্যতে কোন সহায়তায়র প্রয়োজন হলে আমারা সর্বাত্মক সহযোগীতা করবো।
ফেনী ড্রাগন কারাতে একাডেমীর সেক্রেটারী ইমন উল হক বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিগত ১১ বছর ধরে ফেনী ড্রাগন কারাতে একাডেমীর শিক্ষার্থীরা আন্তর্জাতিক ও জাতীয় বিভিন্ন কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। বর্তমানে একাডেমীতে ৩'শতাধিক শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, কারাতে শিক্ষার্থী, প্রশিক্ষক, অভিভাবকসহ একাডেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।