দাগনভূঞা প্রতিনিধিঃ
দাগনভূঞায় গোল রাকিন আরা ট্রাস্ট এর মাধ্যমে পরিচালিত ও ভাষা শহীদ সালামের নামে স্থাপিত ভাষা শহীদ সালাম মেমোরিয়াল কলেজের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।
রবিবার(২৪ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে উক্ত কমিটি ঘোষণা করেন কলেজের দাতা সদস্য জাফরুল ইসলাম।
কমিটিতে রয়েছেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও সাবেক মেয়র আকবর হোসেন,বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী কাজী সাইফুর রহমান স্বপন,বিশিষ্ট শিল্পপতি একরামুল হক,এস.এম. শামছুদ্দোহা আজম,তকদির আলম,বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও সাবেক চেয়ারম্যান মাঈন উদ্দিন খাজু,বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী,বদরুল আলম,দাগনভূঞা বাজার ব্যবসায়ি কল্যান সমিতির সেক্রেটারী জসিম উদ্দিন লিটন,অ্যাড. কাজী রবিউল হক রবি,মঈনুল ইসলাম সোহেল।
সোহেল দাগনভূঞা থেকেঃ
পরিচালনা কমিটিতে ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড আহসান উল্যাহ জসিম,সদস্য সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর কবির।সদস্য হিসেবে রয়েছেন জাফরুল ইসলাম,হুমায়ন কবির বাবু,জাহানারা আক্তার,ইমাম উদ্দিন,কাজী জামশেদুর রহমান ফটিক,নাছির উদ্দিন,প্রফেসর মিজানুর রহমান, জহিরুল কাইয়ুম রাহাত, সালা উদ্দিন ডালিম,শাওখায়াত হোসেন মামুন,হারিছ আহম্মদ পেয়ার,ইউনুছ সুমন,সাখাওয়াত হোসেন টিপু, শরিফ হোসেন,শাহজাহান ফিরোজ,সালাউদ্দিন হাছান,মো. মারুফ,কাজী ইফতেখারুল আলম, এ.টি.এম. আজহারুল হক,নুরুল আফছার।