সদর প্রতিনিধি
শহীদ জিয়া স্মৃতি সংসদ পাঁচগাছিয়া ইউনিয়ন শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২২ নভেম্বর বিকেলে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের এলাহীগঞ্জ বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক।
প্রবীণ বিএনপি নেতা আলহাজ্ব আবদুল কুদ্দুস ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক খুরশিদ আলম ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন আহমেদ,পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু চেয়ারম্যান, সাধারণ সম্পাদক নুর নবী মেম্বার, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন মজুমদার ও সাবেক সভাপতি কাবুল হোসেন কাবুল মেম্বার।
যুবদল নেতা ইঞ্জিনিয়ার আলমগীর কবীর এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন
শহীদ জিয়া স্মৃতি সংসদ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক জাকারিয়া সবুজ, সদর উপজেলা সভাপতি মো. সেলিম উদ্দিন, সদস্য সচিব দাউদুল ইসলাম সুমন,
ফেনী জেলা তাঁডীদলের সভাপতি সরোয়ার জাহান শ্রাবণ, জেলা যুবদলের নেতা শামীম আনসারী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুল আলম সুফল, এম রিয়াজ উদ্দিন মজুমদার, যুবদলের নেতা গিয়াস উদ্দিন, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি কবির আহমেদ, শহীদ জিয়া স্মৃতি সংসদ পাঁচগাছিয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. ইউসুফ,ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রিয়াজ ফরায়জী ও ছাত্রদল নেতা মেসবাহ উদ্দিন মিয়াজী প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে গাজী হাবিব উল্লাহ মানিক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জণগণের কল্যাণে কাজ করেছেন। তাঁর আদর্শ নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য স্মৃতি সংসদ প্রতিষ্ঠা করা হয়েছে। তবে স্মৃতি সংসদ নামে কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে এবিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না, তাই কারো ঘর বাড়িতে হামলা ভাংচুর কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে না। তবে এ সুযোগ কাজে লাগিয়ে আওয়ামী লীগ নেতারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে কঠোর জবাব দেওয়ার আহবান জানিয়ে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করে দেশ গড়ার রাজনীতির আহবানে সাড়া দিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করার আহবান জানান।