হকার্স রিপোর্ট ঃ
সোনাগাজীর বখতার মুন্সি শেখ শহিদুল ইসলাম ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে ২১ নভেম্বর সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের আয়োজনে ‘মাদকমুক্ত জাতিগঠনে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ শাহ আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলার নির্বাহী অফিসার কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন উক্ত কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল হান্নান। বক্তারা মাদকের অপব্যবহার প্রতিরোধে ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। শিক্ষার্থীদের পক্ষ থেকে সেমিনারে বক্তব্য প্রদান করেন কলেজের মানবিক বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সানজিদুর রহমান ও মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ইসরাত জাহান নিহা। প্রধান অতিথি উক্ত সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে কলেজের সম্মানিত শিক্ষমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।