ফেনীতে গণহারে টিকাদানের প্রথম দিনে বৃষ্টি উপেক্ষা করে টিকা দান কেন্দ্রগুলোতে জড়ো হয়েছেন শত শত নারী-পুরুষ ।তবে টিকা না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে অনেককেই। এমন চিত্র ছিলো ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে।এজন্য ক্ষোভের পাশাপাশি সরকারের কাছে দাবি জানিয়েছেন টিকার সংখ্যা যেন বৃদ্ধি করা হয়। করোনার সংক্রমণ রোধে ফেনীতে প্রথম দিনে টিকা দেয়া হবে সাড়ে ৩১ হাজার মানুষকে।জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায় ,ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদ ভবন বিভিন্ন বিদ্যালয়ের সুবিধামতো স্থানকে কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে ।প্রতি কেন্দ্রে তিনটি বুথ রাখা হয়েছে আর প্রতিটি বুথে দুইজন টিকাদানকারি ও তিনজন স্বেচ্ছাসেবক রয়েছে।প্রতি কেন্দ্রে একজন করে সুপারভাইজার রয়েছে।জেলার ৪৫ টি ইউনিয়নের ৪৫ টি কেন্দ্রে ১৪০ টি বুথ ও ফেনী পৌরসভার আঠারোটি ওয়ার্ড রয়েছে । ১৫৮ টি বুথের প্রতিটিতে ২০০ জনকে টিকা দেওয়া হবে ।শনিবার সকাল সদরে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ।উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, সিভিল সার্জন ডাক্তার রফিকুস সালেহিন পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। কেন্দ্রগুলোতে ২৫ বছর ও তার বেশি বয়সিদের জাতীয় পরিচয় পত্রসহ আসলে টিকা দেয়ার কথা থাকলেও সকাল থেকে লাইন ধরে বৃষ্টি উপেক্ষা করে শত শত নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে থাকার পর তাদের জানানো হয় সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার এমন ২০০ জনের সুরক্ষা এ্যাপ্সে রেজিস্ট্রেশন কারীদের ছাড়া টিকা দেয়া হবে না। এমন ঘোষণার পর তারা ক্ষোভ প্রকাশ করেছেন দাবি জানিয়েছেন করোনা টিকায় পরিমান বাড়ানোর।