শহর প্রতিনিধি
প্রবীন সাংবাদিক ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক হর্কাস'র সম্পাদক নরুল করিম মজুমদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার ৫ জুলাই দোয়া মিলাদ মাহফিল ও কবর জিয়ারত কর্মসুচি পালত করা হয়। এসব কর্মসুচিতে মরহুমের আত্মীয় স্বজন ও ফেনীতে কর্মরত সাংবাদিকরাসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশ নেয়। অংশগ্রহণকারীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতবাসী করেন এই দোয়া করেন।
সাংবাদিক নুরুল করিম মজুমাদার এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার বাদ যোহর রামপুর সওদাগর বাড়ী সংলগ্ন মসজিদে পারিবারিক উদ্যেগে মিলাদ ও দোয়ার মাহফিল আয়োজন করা হয়,। একইদিন বাদ আছর পশ্চিম উকিল পাড়া বাইতুল সালাম জামে মসজিদে মিলাদ ও দোয়া শেষে তবারক বিতরণ করা হয়। সন্ধ্যায় মরহুমের কবর জিয়ারত করেন ফেনীতে কর্মরত সাংবাদিকবৃন্দ। এ সময়, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঞা, দৈনিক মানবজমিন ফেনী প্রতিনিধি নাজমুল হক শামিম, দৈনিক ট্রাইবুনালের ফেনী প্রতিনিধি মোস্তফা কামাল বুলবুল ও মরহুমের ছেলে সাপ্তাহিক হর্কাস সম্পাদক তারেক মজুমদার উপস্থিত ছিলেন।
এছাড়া ৬ জুলাই মঙ্গলবার বাদ ফজর প্রয়াত নুরুল করিম মজুমদারের আত্মার মাগফিরাত কামনায় ফেনী বড় মসজিদের বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। দোয়া পরিচালনা করবেন বড় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ।
উল্লেখ্য, ফেনীর প্রবীণ সাংবাদিক নুরুল করিম মজুমাদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২০২০ সালের এদিনে (৫জুলাই) ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
পারিবারিক জীবনে নরুল করিম মজুমদার ্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক ছিলেন তার মৃত্যুর পর তার একমাত্র ছেলে তারেক মজুমদার সাপ্তাহিক হর্কাস'র সম্পাদনা করছেন।