সাধন নাথ: শারদাঞ্জলি ফোরাম ফেনী সদর উপজেলা শাখার উদ্যোগে গত ২১ মে শুক্রবার সকাল ১০টার দিকে ফেনী শহরের প্রাণকেন্দ্র উত্তর সহদেবপুর শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরে ৬ষ্ঠ গীতা নিকেতনের শুভ উদ্বোধন করা হয়। যুব সনাতনী পর্ষদ ফেনীর পরিচালনায় ও শারদাঞ্জলি ফোরাম ফেনী সদর উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় শতাধিক শিশু শিক্ষার্থীর মাঝে শ্রীমদ্ভগবদ গীতা ও আনুষাঙ্গিক উপকরণ বিতরণ করা হয়। মাষ্টার সুখময় দেবনাথ এর সভাপতিত্বে ও মানিক কর্মকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শারদাঞ্জলি ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি বাবু শুভরাজ বণিক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শাখার সভাপতি শ্রী টুটুল চন্দ্র দাস, সাধারণ স¤পাদক শ্রী মানিক কর্মকার, এডভোকেট সুমন চন্দ্র ভৌমিক, এডভোকেট বাদল দেবনাথ, প্রচার সম্পাদক সাধন দেবনাথ, মিশুক দেবনাথ, সুমন দাস, শিপন চন্দ্র পাল, বিভীষণ দেবনাথ, বৈদিক ব্রাহ্মণ সমাজের সদস্য সচিব সুব্রত চক্রবর্তী, পুরোহিত তরুণ চক্রবর্ত্তী, গীতা শিক্ষক সঞ্জীব চক্রবর্ত্তী। এছাড়াও উপস্থিত ছিলেন যুব সনাতনী পর্ষদের সভাপতি শান্তনু দেবনাথ, সাধারণ স¤পাদক সৈকত দেবনাথ সহ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীমদভগবদগীতা পাঠ করেন রাজশ্রী বণিক মোহর। প্রধান অতিথি শ্রী শুভরাজ বণিক তার বক্তব্যে বলেন, দল-মত নির্বিশেষে সনাতনী সমাজের ঐক্য থাকতে হবে, শিশু কিশোরদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় মনোনিবেশ করতে হবে, বয়োজ্যেষ্ঠ দের ধর্মীয় গ্রন্থ পাঠ করতে হবে, ধর্মীয় মঠ মন্দিরে গণগ্রন্থাগার গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, ফেনী জেলায় ধর্মীয় শিক্ষায় প্রসারের লক্ষ্যে ১০০ গীতা স্কুল গড়ে তুলবেন। বর্তমানে ফেনী জেলা ও উপজেলা সমুহে শারদাঞ্জলি ফোরামের প্রায় ৫০০ সারথি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। ফেনী জেলা কমিটি বিভিন্ন মাত্রায় কাজ করে থাকেন। তন্মধ্যে তীর্থপরিক্রমা, গীতা স্কুল, পূজা পরিক্রমা, মন্দির পরিক্রমা, হতদরিদ্রদের মধ্যে শিক্ষা উপকরণ দেওয়া, বিয়েতে আর্থিক সহায়তা প্রদান, ত্রাণ বিতরণ, নগদ অর্থ সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকেন। পরে রাজশ্রী বণিক ও সঞ্জীব চক্রবর্তীসহ ধর্মীয় গান ও সকলে কীর্তন পরবেশন করেন। অনুষ্ঠান শেষে প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে গীতা, খাতা, কলম, গীতা রাখার স্ট্যান্ড প্রদান করা হয়।