পেয়ার আহাম্মদ চৌধুরীঃ-ফেনীর পরশুরামের বক্সমাহমুদ খন্ডল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন ও নরনীয়া মুন্সীরখীল কেন্দ্রীয় ঈদগাহ উন্নয়ন কাজে ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফেনীর উন্নয়নের রুপকার শিক্ষা অনুরাগী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এর পক্ষ থেকে নগদ অর্থ প্রধান করা হয়েছে। খন্ডল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন কাজের জন্য নগদ ৫০,০০০ টাকা অনুদান মসজিদ কমিটির হাতে তুলে দেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল এ সময় উপস্থিত ছিলেন বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী। এছাড়াও বক্সমাহমুদ নরনীয়া মুন্সীরখীল কেন্দ্রীয় ঈদগাহ(বায়তুল আলো জামে মসজিদের পাশে) উন্নয়ন কাজে ৫০,০০০টাকা তোল দেন ঈদগাহ কমিটির সদস্য ও স্থানীয় ইউপি সদস্য ইয়াছিন মজুমদার হাতে। এসময় মেয়র সাজেল চৌধুরী ব্যাক্তিগত তহবিল থেকে নরনীয়া মুন্সীরখীল ঈদগাহ উন্নয়নের কাজ চতুর্দিকে ওয়াল বেষ্টনী ও নামাজ পরার স্থান পাকাকরণ করে দেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।