ফেনীতে সরকারিভাবে ২৭ টাকা কেজি দরে বোরো ধান ক্রয় শুরু হয়েছে।
৯মে, রোববার দুপুর ২টায় জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা।
আভ্যান্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান-২০২১ উপলক্ষ্যে শহরে গুদাম কোয়ার্টারে খাদ্য গুদামে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ প্রতিপাদ্য সামনে রেখে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক মোহাম্মদ শহীদ উল্যাহ ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সহিদ উদ্দিন মাহমুদ জানান, আগামী ১৬ আগষ্ট পর্যন্ত ধান বিক্রয়ের জন্য নির্ধারিত চাষীদের কাছ থেকে সংগ্রহ করা হবে।
এ বছরে সরকার নির্ধারিত ২৭ টাকা কেজি দরে ২৬শ’ ২৬ মেট্রিক টন বেরো ধান সংগ্রহ করা হবে বলে ফেনী সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন মিয়া জানিয়েছেন।