সোহেলঃ দাগনভূঞায় ২ মে রবিবার সকালে স্থানীয় মিজান মিলনায়তনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ঘোষিত লকডাউনে ক্ষতিগ্রস্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া'র সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, ভাইস-চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সি, পৌর মেয়র ওমর ফারুক খাঁন, সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি, উপজেলা আ'লীগ সভাপতি ও ৪নং রামনগর ইউপি চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন, ৫নং ইয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, ৭নং মাতুভূঞা ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে ঘোষিত লকডাউনে ক্ষতিগ্রস্ত উপস্থিত ১৬৭ জনের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয় এবং পর্যায়ক্রমে উক্ত উপহার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।