রবিবার ২ মে সন্ধ্যায় ফেনী শহরের রাজাঝির দীঘির পাড় এলাকায় মহামারী করোনা (কোভিড-১৯) মোকাবোলায় সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি প্রতিপালনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মনিরুজ্জামানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক পরিধান ব্যতিত প্রকাশ্যে চলাফেরা করায় কোভিড -১৯ এর বিস্তারে সহায়তা করার অপরাধে ৯ টি মামলায় ১৭ জনকে জরিমানা করা হয়েছে এসময় সর্বমোট ১৭ শ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এছাড়াও সাধারণ মানুষকে ঘরে থাকতে এবং মাস্ক পরতে উৎসাহিত করা হয়। পাশাপাশি রাজাঝির দীঘির পাড়ে অবস্থিত পৌরসভার ফুটপাত দখল করে অবৈধভাবে তৈরি মার্কেট উচ্ছেদ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।