সোনাগাজী প্রতিনিধি- সোনাগাজী সদর ইউনিয়নের সুজাপুর গ্রামে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) এর খাল দখল করে দালান নির্মানের চেষ্টা করেছে স্থানীয় হারুনুর রশীদ দুলাল ও মিজানুর রহমান। খবর পেয়ে ২৪এপ্রিল শনিবার দুপুরে সোনাগাজীর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ করে দেন। দুই বছর পূর্বে একবার খালের কিছু অংশ দখল করে দালান নির্মানের সময় অভিযান চালিয়ে নির্মিতব্য দালানের একাংশ ভেঙ্গে দিয়েছিলো পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ, সাম্প্রতিক সময়ে চতুর হারুনুর রশীদ ও মিজানুর রহমান পুনরায় কাজ নির্মান শুরু করলে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন কাজ বন্ধ করে দেন। অভিযুক্ত হারুনুর রশিদ দুলাল এবং মিজানুর রহমান জানান, এই জায়গাটা পূর্বে একাধিকবার পরিমাপ হয়েছে, এখন আমার ক্ষতি করার জন্য দূষ্কৃতিকারী কেউ এসিল্যান্ড স্যার কে মিথ্যা তথ্য দিয়ে এনেছে, কোন সমস্যা নেই, আমার কাছে সকল কাগজপত্র আছে। সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন জানান, সরকারি খাল দখল করে দালান নির্মানের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ করে দিয়েছি, ভূমির পরিমাপ করে তার নিজস্ব মালিকানা জায়গা চিহ্নিত করে ঘর নির্মান করার জন্য নির্দেশ দিয়েছি।